আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন অথচ পেন টুল শিখবেন না এটা অসম্ভব। পেন টুল কে আপনি গ্রাফিক ডিজাইন এর প্রাণ এর সাথে তুলনা করতে পারেন।
আপনি যখন সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে কাজ করবেন তখন পেন টুল এর সর্বোচ্চ ব্যবহার আপনাকে করতে হবে। বিভিন্ন সেপ তৈরি করা থেকে শুরু করে অ্যাবস্ট্রাক্ট গ্রাফিক্স, ব্লেন্ড এর মাধ্যমে বিভিন্ন ইফেক্ট তৈরি করা এমনকি থ্রিডি ডিজাইন এর ক্ষেত্রেও এর ব্যবহার উল্লেখযোগ্য।
আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি
১. পেন টুল কিভাবে কাজ করে
২. এটার প্রকৃত ব্যবহার কি কি
৩. পেন টুল দিয়ে আমরা কিভাবে নতুন নতুন শেপ তৈরি করতে পারি এবং তা কাস্টমাইজ করতে পারি।
৪. এংকর পয়েন্ট টুল ব্যবহার করে পেন টুল এর কিছু এডভান্স কাজ। প্লাস এংকর এবং মাইনাস এংকর ব্যবহার করে আগের করা কোন পাথ আমরা কিভাবে মডিফাই করতে পারি।
৫. পাতা ও পশু পাখির আকৃতি তৈরি।
৬. পেন টুল ব্যবহারের সময় ফিল কালার ও স্ট্রোক কালার এর ব্যবহার।
সহ আরো কত কি।
আপনি যদি বিগিনার গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। নিচে থেকে ভিডিওটি দেখে নিতে ভুলবেন না।
আমাদের সাথে যুক্ত থাকতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমরা আমাদের নিয়মিত আপডেট ফেসবুক পেইজে পোস্ট করে থাকি। আমাদের ফেসবুক পেজটি ফলো করে পেয়ে যান সকল আপডেট সবার আগে।
Facebook Page Link
এবং আমাদের স্টুডেন্টদের নিয়ে গঠিত ফেসবুক গ্রুপে যুক্ত হতে চাইলে নিচে দেয়া লিংকে যুক্ত হয়ে যান…
Facebook Group & Community