এডোবি ইলাস্ট্রেটরের ডাইরেক্ট সিলেকশন টুল হলো অত্যাধিক ব্যবহৃত একটি টুল।
গ্রাফিক ডিজাইন সেক্টরে এডোবি ইলাস্ট্রেটরে কোন কাজ করতে চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল এর ব্যবহার প্রায় প্রতিক্ষেত্রে করতে হয়ে থাকে কম বা বেশি।
অর্থাৎ একজন বিগিনার হিসাবে এই টুলটি সুন্দরভাবে আয়ত্ত করা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসে আমরা বিভিন্ন পশুপাখি এর শেপ ব্যবহার করেছি। এখানে আপনি বিভিন্ন পশু পাখির ওপরে শেপ ব্যবহার করে শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল এর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ভেক্টর সেপের এনিমেল ডিজাইন করতে পারবেন।
উল্লেখ্য যদি শুধুমাত্র আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দেখাতাম তাহলে সেটা সম্পর্কে জানা হলেও তার প্র্যাকটিস করা হতো না। এজন্য আমরা এনিমেল ড্রয়িং এর কাজের মাধ্যমে একই সাথে ক্যারেট সিলেকশন টুল এর ব্যবহার জেনেছি এবং তা অনুশীলন করেছি।
নিচে দেয়া ভিডিওটি থেকে আপনি অবশ্যই এই টুলটি সম্পর্কে খুব ভালো মতো জেনে যাবেন এবং এর যথোপযুক্ত ব্যবহার করতে পারবেন।
আমাদের সাথে যুক্ত থাকতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমরা আমাদের নিয়মিত আপডেট ফেসবুক পেইজে পোস্ট করে থাকি। আমাদের ফেসবুক পেজটি ফলো করে পেয়ে যান সকল আপডেট সবার আগে।
Facebook Page Link
এবং আমাদের স্টুডেন্টদের নিয়ে গঠিত ফেসবুক গ্রুপে যুক্ত হতে চাইলে নিচে দেয়া লিংকে যুক্ত হয়ে যান…
Facebook Group & Community