বাংলাদেশি ফ্রীলান্সারদের জন্য আবারও বাড়ছে Payoneer এর চার্জ

ফ্রীলান্সারদের জন্য আবারও বাড়ছে Payoneer এর চার্জ

আগামী ২০ অক্টোবর ২০২৪ থেকে বাড়ছে Payoneer এর চার্জ । আপনি যদি পাইওনিয়ার একাউন্ট থেকে, যেকোনো কারেন্সিতে থাকা কোন ব্যালেন্স বাংলাদেশি টাকাতে কনভার্ট করে উইথড্র করতে চেষ্টা করেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই পারনিয়ার কে নতুন করে ৩% আপনার সম্পূর্ণ অ্যামাউন্ট এর ওপর চার্জ দিতে হবে।

অর্থাৎ Payoneer এ থাকা আপনার $১০০ বাংলাদেশী টাকাতে উঠাতে চান সে ক্ষেত্রে আপনি $৯৭ উঠাতে পারবেন। কারণ পায়নিয়ার আপনার থেকে তিন ডলার চার্জ কেটে নিবে।

সকলে অবশ্যই এটা জানেন যে মার্কেটপ্লেস থেকে ডলার পেওনিয়ারে ওঠাতে গেলে তিন ডলার করে চার্জ কাটে সেটা আগের মতই থাকবে।

এখানে তারা আরো একটা জিনিস উল্লেখ করেছে যে, আপনি যদি ক্লাইন্টকে আপনার বাংলাদেশী ব্যাংক ডিটেলস দিয়ে দেন এবং সেখানে ক্লাইন্ট সরাসরি পেমেন্ট করে তাদের পেওনিয়ার একাউন্ট থেকে, সেক্ষেত্রেও তারা যেহেতু লোকাল কারেন্সি থেকে আমাদের লোকাল কারেন্সিতে পেমেন্ট করবে তাই অবশ্যই সেই একই পরিমাণ ৩ পার্সেন্ট চার্জ দিতে হবে।

এবার আসুন জেনে নেই, পেওনিয়ার থেকে পেওনিয়ার এ পেমেন্ট করতে গেলে সেক্ষেত্রে কি হবে?

পেওনিয়ার থেকে পেওনিয়ার এ পেমেন্ট করার ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশী হিসেবে ডলার থেকে পেমেন্ট নিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি ট্রানজেকশন এর ওপর ১% চার্জ কাটবে । শুধু তাই নয় এর সাথে থাকছে একটি অ্যাডিশনাল মিনিমাম চার্জ যেটা হচ্ছে $৪. অর্থাৎ এখানেও বাড়ছে Payoneer এর চার্জ ।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি যদি কোন আপনার ক্লায়েন্টের পেওনিয়ার একাউন্ট থেকে আপনার পেওনিয়ার একাউন্টে, $১০০ পেমেন্ট গ্রহণ করেন, সেক্ষেত্রে প্রথম অবস্থায় মিনিমাম চার্জ $৪ কেটে নেবে। এর সাথে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে সম্পূর্ণ অ্যামাউন্ট এর ওপর ১%।

১০০ ডলার এর এক পার্সেন্ট হবে ১ ডলার।

অর্থাৎ প্রতিবার আপনাকে পেমেন্ট করার সময় ১০০ ডলার পেমেন্টে, পাঁচ ডলার চার্জ কাটবে।

ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে ক্লাইন্ট পেমেন্ট করলে সেক্ষেত্রে কি পরিমান বাড়ছে Payoneer এর চার্জ ?

ক্লায়েন্ট যদি আপনাকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে সেক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি বলি, আপনার ক্লাইন্ট ডলার এর কার্ড দিয়ে পেমেন্ট করছে সে ক্ষেত্রে প্রতি ট্রানজেকশন এর মিনিমাম চার্জ হচ্ছে $০.৪৯। এর সাথে যুক্ত হবে সম্পূর্ণ অ্যামাউন্ট এর ওপর একটি ৩.৯৯% চার্জ। এই চার্জ খুব সম্ভবত আগে শুধুমাত্র ৩% ছিল। সুতরাং বলাযায় এখানেও বাড়ছে Payoneer এর চার্জ ।

বিস্তারিত জানতে পেওনিয়ার এর লিংক নিচে দেয়া হল সেখান থেকে দেখে নিতে পারেন।
পেওনিয়ার এর বিস্তারিত জানার লিংক

যদি আপনাদের বিকল্প কোন মাধ্যম এর প্রয়োজন হয় তবে তা আমাদের কমেন্ট করে জানান। আমরা পেওনিয়ার এর বিকল্প হতে পারে এমন বিশস্ত কিছু পেমেন্ট গেটওয়ে নিয়ে শেয়ার করব।

আমাদের আরো আপডেট পেতে আমাদের আপডেট পেজ ভিজিট করুন।

7 thoughts on “বাংলাদেশি ফ্রীলান্সারদের জন্য আবারও বাড়ছে Payoneer এর চার্জ

  1. It is actually a great and helpful piece of information. I am happy that you simply shared this useful info with us. Please keep us informed like this. Thanks for sharing.

  2. I am really impressed with your writing skills and also with the layout on your weblog. Is this a paid theme or did you customize it yourself? Either way keep up the nice quality writing, it is rare to see a great blog like this one nowadays..

  3. I would like to get across my admiration for your generosity in support of those people who need assistance with the subject. Your very own dedication to passing the message along turned out to be surprisingly practical and have without exception helped guys and women just like me to achieve their targets. Your entire helpful report signifies this much to me and still more to my office colleagues. Warm regards; from each one of us.

  4. Simply want to say your article is as astounding. The clearness for your publish is just cool and i can think you’re an expert on this subject. Well with your permission allow me to clutch your RSS feed to stay up to date with imminent post. Thank you 1,000,000 and please carry on the gratifying work.

  5. F*ckin’ awesome issues here. I’m very glad to look your article. Thank you a lot and i’m looking ahead to contact you. Will you please drop me a e-mail?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *